ডিলার চুক্তিনামা
শর্ত ও সুবিধা সমূহঃ-
২। ডিলার ওপেনিং হওয়ার সাথে সাথে, ডি এস আর দিয়ে মার্কেটে পণ্য সরবরাহ করিতে হবে। সুষ্ঠ ভাবে বিতরণ পরিচালনার জন্য ১টি গাড়ি বা ভ্যান ব্যাবস্থা রাখতে হবে।
৩। সেরা ওয়ান গ্রুপ এর পন্যগুলোতে ডিলার কমিশন ৮% প্রদান করা হবে। প্রারম্ভিক মজুদ এবং বাজার জাত করনের জন্য ডিলার ,০০,০০০/-(টাকা) অনলাইন সেরা ওয়ান গ্রুপ কোম্পানি ব্যাংক একাউন্ট এর অনুকূলে জমা দিবেন:
1.Islami Bank. Account Number: 20506170100027010. Name: Sera One Bazar. Com Branch: Dakshin khan
2.Bank Asia. Account Number: 06633000779. Name: Sera Argo Foods and Cosmetic Ltd Branch: Dakshin khan
3.Dutch Bangla Bank Ltd. Account Number: 1181100052677.Branch: Illampu Road. Name: Sera Argo Foods and Cosmetic Ltd.
৪। ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাগজ পত্র যেমনঃ যথাযথ ভাবে সংরক্ষনের জন্য এবং সুষ্ঠ ভাবে ব্যবসা পরিচালনার ও মার্কেট তৈরী জন্য একজন কোম্পানির প্রতিনিধি নিযুক্ত থাকবে। (বিঃ দ্রঃ এরিয়া ম্যানেজার)
৫। কোম্পানির কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী আপনাকে পন্যসামগ্রী উত্তোলন এবং বাজারজাত করতে হবে।
৬। অনলাইন পাওয়ার পর কোম্পানি নিজ দায়িত্বে আপনার গোডাউনে পণ্য পৌছে দিবে ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে, যা আপনি নিজ গাড়ী বা ব্যক্তির মাধ্যমে নির্ধারিত এলাকায় সরবরাহ করবেন।
৭। সুষ্ঠ এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে কমপক্ষে পনের (১৫) দিনের পণ্য আপনার স্টকে মজুদ রাখতে হবে, নিদিষ্ট সময় পণ্য ডেলিভারি দিতে হবে। বাকি সংক্রান্ত কোন ব্যাপারে কোম্পানি দায়িত্ব গ্রহন বা বহন করবে না।
৮ কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রনীত রুট প্ল্যান অনুযায়ী যে দিন যে মার্কেটে যাওয়ার কথা ঠিক সে মার্কেটে যেতে হবে। কোন অবস্থাতেই রুট প্ল্যান/ শিডিউল পরিবর্তন করা যাবে না। বিঃ দ্রঃ কোম্পানির প্রতিনিধির সাথে আলোচনা করে পরিবর্তন করা যাবে।
৯। লিখিত অনুমতি ছাড়া কোম্পানীর কোন প্রতিনিধিন সাথে কোন রূপ আর্থিক লেনদেন করতে পারবেন না চুক্তিনামা হওয়ার পর সি ই ও বা নিধারিত নাম্বারে হেড অফিসে কথা বলে ব্যবসা শুরু করবেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনার মূলধন, লোকবল বাড়াতে হবে।
১০। ড্যামেজ পন্য সংরক্ষনের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে। কোন অবস্থাতেই বিক্রয় যোগ্য পণ্যের সাথে ড্যামেজ পণ্য রাখা যাবে না। প্রতিমাসের ১৮তাঃ কোম্পানীর ড্যামেজ পণ্য তুলে নিবে এবং অনলাইনের সাথে তা ফেরত দিবে, কোম্পানী কর্তৃক ইস্যুকৃত সকল আদেশ/উপদেশ/নির্দেশ আপনাকে যথাযথ ভাবে মেনে চলতে হবে (ইদুরে কাটা পণ্য ড্যামেজ হিসেবে গ্রহন করা হবে না) বিঃ দ্রঃ ২ মাস পর তা কার্যকর হবে।
১১। কোন রূপ কারণ দর্শানো/পূর্ব নোটিশ ব্যতিত যে কোন সময় কোম্পানী আপনার এলাকা বাড়ানো/কমানো/ পরিবর্তন/পরিবেশক বাতিল করার অধিকার রাখে, ডিলারসীপ ক্লোজ করতে চাইলে ১মাস পূর্বে লিখিত ভাবে অবহিত চেয়ে কোম্পানীর হেড অফিস এসে জমা দিতে হবে, সাথে দায়িত্বরত যে ছিল তাকে নিয়ে এসে জমা দিতে হবে। কোম্পানির নিকট পন্য পোছার পর যাছাই করে আপনাকে নিদিষ্ট তারিখ দিবে ঐ তারিখে ব্যাংক একাউটে টাকা ঢুকবে। (ব্যবসা শুর করার ২ মাস পর থেকে ডিলার ক্লোজিং এর আবেদন জমা দিতে পারবেন)।
১২। কোন প্রকার পণ্য ঘাটতি, পণ্য উত্তোলন না করা, হঠাৎ মুলধন ঘাটতি বা অন্য কোন কারনে বাজার সরবরাহ বিঘ্নিত হলে, কোম্পানী তার ব্র্যান্ডের রক্ষার স্বার্থে পার্শ্ববর্তী পরিবেশকের মাধ্যমে উক্ত মার্কেটে বিক্রি করতে পারবে। এতে আপনার কোন আপত্তি গ্রহণ যোগ্য হবে না।
১৩। মার্কেটে সরবরাহকৃত পণ্যের ক্যাশ মেমো আপনার সংরক্ষণ করতে হবে। অবশ্যই কার্বন কপি রাখতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার ও এরিয়া ম্যানাজারকে উক্ত মেমো চাহিবা মাত্র দেখাতে হবে।
১৪। প্রথম ১ থেকে ৩ মাস ডিলার মজুদ পণ্যের ৭০% বিক্রয় না হলে, কোম্পাানী অতিরিক্ত ৪% কমিশন দিবে। সাথে প্রতি মাসে ২% বোনাস থাকবে নিদিষ্ট সময়।
১৫। বছর শেষে সারা বাংলাদেশে থেকে সেরা ডিলার নির্বাচন করা হবে, তাকে উচ্চ সম্মাননা ও পুরকৃত করা হবে। প্রতি মাসের অফার ৩ তারিখে জানিয়ে দেয়া হবে। যে কোন বিপদে "সেরা ওয়ান গ্রুপ” আপনার সাথে আছে থাকবে ইনশাআল্লাহ।
সুংযুক্তঃ ট্রেডলাইসেন্স, এন আই ডি, টিন নাম্বার, ব্যাংক চলভেনছি ফটোকপি এবং ২ কপি ছবি